গাইবান্ধা জেলা পুলিশের ঈদ উৎসব ও প্রীতিভোজ অনুষ্ঠিত

0
2

গাইবান্ধা প্রতিনিধি:–গাইবান্ধা জেলা পুলিশের ঈদ উৎসব ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ সোমবার সকাল ৮ টায় পুলিশ লাইন্স, গাইবান্ধা ড্রিল শেডে পুলিশ সদস্যদের সাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা মহোদয়ের পরিবারের সদস্যগণ।

মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পুলিশ সুপার পক্ষে উপস্থিত সম মুসল্লিদের উদ্দেশ্যে অভিব্যাক্তি পপ্রদান করেন।

পরবর্তীতে সকল শহীদদের স্মরণে ও বিশ্ব শান্তি কল্পে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে নামাজ শেষ হয়। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর দুপুর ২ ঘটিকায় পুলিশ লাইন্স, গাইবান্ধা পুলিশ মেস এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলা পুলিশ গাইবান্ধার আয়োজনে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার প্রীতিভোজে অংশগ্রহণকৃত জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফোর্সদের খাবার পরিদর্শন করেন।

উক্ত প্রীতিভোজে আরো উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), গাইবান্ধা,ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) গাইবান্ধা, এবিএম রশীদুল বারী, সহকারী পুরিশ সুপার (বিভাগীয় অফিসার), সি-সার্কেল, গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here