মাকে নিয়ে লন্ডনের পার্কে ঘুরলেন তারেক রহমান

0
8
মাকে নিয়ে লন্ডনের পার্কে ঘুরলেন তারেক রহমান
মাকে নিয়ে লন্ডনের পার্কে ঘুরলেন তারেক রহমান

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। অথচ এই খুশি থেকে দীর্ঘ ৭ বছর বঞ্চিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবার তিনি পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে ঈদ উদযাপন করছেন। আর সেই ছবি ইতোমধ্যে সোশ্যালমিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া ছবির পর এবার প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, তারেক রহমান তার মাকে নিয়ে একটি পার্কে ঘুরে বেড়াচ্ছেন।

বুধবার (২ এপ্রিল) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কে ঘুরছেন। পাশেই তারেক রহমান তার পরিবারসহ হাঁটছেন। সঙ্গে আরও ছিলেন বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে, সোমবার (৩১ মার্চ) রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া ও তারেক রহমান।

প্রসঙ্গত, ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। পরে করোনার সময়ে সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেন।

এরপর গত ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

পরে গত ৮ জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান। পরে হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে ডেভেনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ ভর্তি করা হয়।

সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধায়নে তিনি ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। এরপর লন্ডন ক্লিনিকে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন বিএনপি নেত্রী।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here